নারায়ণগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি লাড়াইয়ে নেমেছে

Slider জাতীয়

41661_thumbs_f3

 

ঢাকা;  নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ-বিএনপি দু’পক্ষই চাঙ্গা। মাঠের লড়াইয়ে দু’পক্ষেরই প্রস্তুতি সম্পন্ন। পাঁচ বছর দায়িত্ব পালন শেষে গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র  পদ থেকে পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াত আইভী। আগামী সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার দুপুরে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। নগরভবন থেকে সরাসরি আইভী নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ অফিসে যান। এদিকে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বুধবার দুপুর ১২টায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী। আজ বৃহস্পতিবার দলের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও বিএনপি মনোনীত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র জমা দিবেন বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
নগরভবন ছেড়ে দলীয় অফিসে আইভী
নির্বাচনী বিধি অনুযায়ী মেয়রের পদ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়ে বিকাল ৪টায় নগরভবন ছেড়ে নিচে নেমে আসেন ডা. সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ইচ্ছে ছিল ৪ঠা ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত কোনো কথা বলবো না। কিন্তু আপনারা কষ্ট করে এসেছেন তাই বলছি। তিনি বলেন, গত ৫ বছর সিটি করপোরেশনে কাজ করেছি। কতটুকু করতে পেরেছি তার মূল্যায়ন নগরবাসী করবেন। আমি প্রতিটি মুহূর্ত চেষ্টা করেছি। গত ৫ বছরে ৬০০ কোটি টাকার কাজ হয়েছে উল্লেখ করে বিদায়ী মেয়র বলেন, উন্নয়ন কাজের মধ্যে সাড়ে ৩০০ কোটি টাকা সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন। বাকিটা সরকারসহ বিভিন্ন দাতা সংস্থাগুলো থেকে পাওয়া। তিনি বলেন, বিগত দিনে যেসব উন্নয়ন কাজ হয়েছে তার সব হিসাব নগরভবনে রয়েছে। আপনারা গণমাধ্যমকর্মীরা চাইলে নগরভবনে এসে দেখতে পারেন। আল্লাহকে হাজির-নাজির রেখে আমি জনসেবা করেছি। আমি এক টাকাও দুর্নীতি করিনি।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে পাল্টা প্রশ্ন রেখে আইভী বলেন, যদি আপনার প্রশ্ন করেন আমার ব্যর্থতা কী তাহলে আমি বলবো, আমি নগরীর শতভাগ ট্যাক্স আদায় করতে পারিনি। সর্বোচ্চ ৬০ থেকে ৭০ ভাগ পর্যন্ত ট্যাক্স আদায় হয়েছে।
তিনি বলেন, কি করতে পেরেছি আর কি পারিনি সে বিচারের ভার নগরবাসীর ওপর রইলো। তবে এখনও অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে। আবার অনেক কাজ চলমান আছে। ৯ তলা বিশিষ্ট বহুতল নগরভবন হচ্ছে। ২০০ কোটি টাকা ব্যয়ে বাবুরাইলের খালে সৌন্দর্য বর্ধনের কাজ চলমান আছে।’ তবে নগরভবনে যতক্ষণ ছিলাম ততক্ষণ কাজ করে গেছি।
আইভী বলেন, ২০১১ সালের ৩০শে অক্টোবর নির্বাচনে জয়লাভের পর চেষ্টা করেছি ভোটারদের দেয়া ভোটের প্রতিদান দিতে। আমি সব সময় সত্যের পক্ষে ছিলাম, অন্যায়ের প্রতিবাদ করেছি। তাই একটি পক্ষের বিরাগভাজন ছিলাম সব সময়। আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কখনও মিথ্যা বলিনি, তাদের ফাঁকি দেইনি।
কথা বলার এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে আইভী বলেন, বিলুপ্ত পৌরসভায় ৮ বছর এবং নবগঠিত সিটি করপোরেশনে ৫ বছর মোট ১৩ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আগামী ২২শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি চেষ্টা করেছি যতদিন দায়িত্বে ছিলাম দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে। তাই আগামীতেও আমি নগরবাসীর সমর্থন ও দোয়া চাই। আবারো নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে চাই।
মঙ্গলবার রাতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, নেত্রী সবাইকে একত্রে মিলেমিশে নৌকার পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন। নৌকার বিজয়ের জন্য কাজ করতে বলেছেন। একত্রে কাজ করার নির্দেশ দিলে তার পাশে এখনও কেন শামীম ওসমানপন্থি নেতা-কর্মীরা নেই এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, আমি আজ (গতকাল বুধবার) পর্যন্ত অফিস করেছি। অফিস শেষ করে পদত্যাগ করলাম। আর নির্বাচনের কর্মকাণ্ড এখনও শুরু হয়নি। তাই এখনই দলীয় নেতা-কর্মীদের পাশে থাকার প্রয়োজন নেই। নির্বাচনী প্রচারণা শুরু হলে অবশ্যই তারা থাকবেন। তিনি বলেন, দলের তৃণমূলে কোনো বিভেদ নেই। বিগত নির্বাচনেও তৃণমূল নেতা-কর্মীরা আমার পাশে ছিলেন। এবারও থাকবেন।
আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের অভিযোগের প্রেক্ষিতে আইভী বলেন, ‘আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। এমন হতো আমি প্রচারণায় সরকারি গাড়ি কিংবা সিটি করপোরেশনের নগরভবন ব্যবহার করেছি তাহলে সেটা লঙ্ঘন হতো। আর এখনও তো লেভেল প্লেয়িংয়ের সময় আসেনি। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর এ ব্যাপারে কথা হবে। এরপর আইভী দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে শহরের ২নং রেলগেটস্থ আওয়ামী লীগের দলীয় অফিসে আসেন। সেখানে কিছু সময় থাকার পর তিনি নাসিকের ৯নং ওয়ার্ডের জালকুড়িতে গিয়ে মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে যোগ দেন।

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাখাওয়াত, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি
এদিকে বুধবার দুপুর পৌনে ১২টায় জেলা রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তার সঙ্গে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন ও অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার দাবি জানান সাখাওয়াত হোসেন।
রিটার্নিং অফিসারকে তিনি বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি সবার জানা আছে। তাই নির্বাচনের আগেই শহর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি। এছাড়াও যাদের কাছে বৈধ অস্ত্র আছে তারাও যেন এসব অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারে আসতে না পারে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি করেন তিনি। নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি করেন সাখাওয়াত।
অ্যাডভোকেট সাখাওয়াত দাবি করেন, নারায়ণগঞ্জে এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হলে সবাইকে সমান সুযোগ দেয়ারও আহ্বান জানান তিনি।
জবাবে রিটার্নিং অফিসার তাকে আশ্বস্ত করে বলেন, অচিরেই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি জানান, ৫ই ডিসেম্বর হতে নির্বাচন কমিশন বেশ কঠোর থাকবে। এ নির্বাচন সফল করতে যা করা দরকার সব কিছু করা হবে। সব প্রার্থীকে সমান বিবেচনায় নেয়া হবে।
এরপর রিটার্নিং অফিসের কার্যালয়ে থেকে বেরিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে বিএনপির ৬০ ভাগ ভোট রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এ নির্বাচনে বিএনপিরই জয় হবে। আমরা সরকারকে পরীক্ষা করার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা চাই সরকার ও নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ-নিরপেক্ষ নির্বাচন দিবে। যাতে মানুষ নিরাপদে ও নিবিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।
এদিকে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, তিনি নগরের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাদের ডেকেছেন। আগামী দুই-একদিনে মধ্যে সব নেতাকর্মী নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নামবেন।
আগামী ২২শে ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ। ২৪শে নভেম্বর মনোনয়নপত্র জামার শেষদিন ও বাছাই ২৬ ও ২৭শে নভেম্বর। প্রত্যাহারের শেষ সময় ৪ঠা ডিসেম্বর। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ৫ই ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *