ঢাকা; শীর্ষ স্থানীয় বেশ কিছু কম্পিউটার বিজ্ঞানী প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হিলারি ক্লিনটনের প্রচারণা টিমকে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, কমপক্ষে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভ্যানিয়া রাজ্যের মোট ভোট গণনার আহ্বান জানাতে হবে। কারণ, ওই বিজ্ঞানীরা সেখানে অনিয়মের প্রমাণ পেয়েছেন। তারা দেখেছেন ওই তিনটি রাজ্যে ভোট জালিয়াতি হয়েছে, অথবা হ্যাক হয়েছে। এসব প্রমাণ সহ ওই বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার হিলারির শীর্ষ স্থানীয় সহযোগিদের সঙ্গে কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, ওই বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইউনিভার্সিটি অব মিশিগান সেনটার ফর কমপিউটার সিকিউরিটি অ্যান্ড সোসাইটির পরিচালক জে. অ্যালেক্স হেল্ডারম্যান। তারা হিলারির প্রচারণা শিবিরের কাছে বলেছেন, হিলারির এসব রাজ্যে দুর্বল পারফরমেন্স নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। ওই রাজ্যগুলোতে ভোট নেয়া হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে। অপটিক্যাল স্ক্যানারে। হিলারি প্রচারণা বিষয়ক শিবিরের চেয়ারম্যান জন পোডেস্টা, জেনারেল কাউন্সেলর মার্ক ইলিয়াসকে ওই বিজ্ঞানীরা বলেছেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের ওপর নির্ভর করে যে ভোট নেয়া হয়েছে তাতে হিলারি শতকরা ৭ ভাগ ভোট কম পেয়েছেন। তাদের মতে, এক্ষেত্রে ফল হ্যাক বা ছিনতাই করা হয়েছে। তারা এও বলেছেন যে, ফল ছিনতাই হওয়ার কোনো প্রমাণ তারা পান নি। তবে এ বিষয়টি নিরপেক্ষ কোনো সূত্র থেকে পর্যালোচনা করে দেখা দরকার। এ বিষয়ে অগ্রসর হচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তর দেননি হেল্ডারম্যান বা এটর্নি জন বোনিফাজ। এ নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশ হয়েছে নিউ ইয়র্ক ম্যাগাজিনে। তবে এ নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প বা তার ট্রানজিশন টিমের কোনো মন্তব্য পাওয়া যায় নি।