ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রয়োজনে আরও ডাস্টবিন বসানো হবে। এলাকাবাসীকে বাসাবাড়ির ময়লা-আবর্জনা রাখার জন্য পলিব্যাগ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সবার সহযোগিতায় অচিরেই এই শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার রোল মডেল হবে বলে আশা করেন মেয়র।
মেয়র বলেন, কাজের গতি আনতে মেয়র ও কাউন্সিলররাও ঝাড়ু হাতে নিতেও কুণ্ঠাবোধ করছেন না। ইতিমধ্যে এই কাজ করে তাঁরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভায় সরকারি বরাদ্দ কম থাকায় ট্যাক্সের টাকায় পৌরসভার সব কার্যক্রম চলছে। ফলে পৌরসভার নাগরিকেরা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এরপরও পৌরসভার নিজস্ব ওয়েবসাইট খোলা হয়েছে। এতে নাগরিকত্ব আবেদন ফরম, নকশা অনুমোদন ফরম, হোল্ডিং নম্বর পরিবর্তন ফরম, পুনর্বিবাহ নামকরণ সনদপত্র, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধনসহ পৌরসভার বিভিন্ন বিজ্ঞপ্তি পাওয়া যাবে বলে মেয়র জানান।