শিগগিরই পাকিস্তান ফিরবেন জারদারি

Slider সারাবিশ্ব

41248_jardari

 

ঢাকা; নির্বাসনে থাকার কথা অস্বীকার করলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন। জিও নিউজে সাংবাদিক হামিদ মিরকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন। তার ওই সাক্ষাতকারটি আজ সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। উল্লেখ্য, গত বছর তিনি সেনাবাহিনীকে নিয়ে খুব কঠোর বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, প্রতি তিন বছর পর নতুন সেনাপ্রধান আসেন। পুরনো জন চলে যান। কিন্তু অটুট থেকে যান রাজনীতিকরা। এরপর ২০১৫ সালের জুন  থেকে আসিফ আলী জারদারি বিদেশে অবস্থান করছেন। কখনো তিনি লন্ডনে, কখনো দুবাইতে। এভাবেই কাটছে তার সময়। এ নিয়ে জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে তার সঙ্গে কথা বলেছেন হামিদ মির। আসিফ আলী জারদারি যে শিগগিরই পাকিস্তানে ফিরছেন এমনটা নিশ্চিত করেছেন পিপিপির সিনেটর সাঈদ গণি। ডন নিউজকে সাঈদ গণি বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসিফ আলী জারদারি খুব প্রয়োজন। তার দেশে ফেরা প্রয়োজন। তাই ডিসেম্বরেই তিনি ফিরে আসছেন। তবে তিনি ইচ্ছেমতো বিদেশ সফর করতে পারেন এবং যখন তিনি মনে করেন তখনই দেশে ফিরতে পারেন বলেও মনে করেন সাঈদ গণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *