ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

Slider খেলা গ্রাম বাংলা

1-5
গাজীপুর; ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমী, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্তঃ হাউজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৬ এর চূড়ান্ত খেলা আজ (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে (বালক-দ্বৈত) চ্যাম্পিয়ন হয় দুরন্ত হাউজ এবং রানার আপ হয় দুর্বার হাউজ। বালকদের একক খেলায় প্রাথমিক স্তরে চতুর্থ শ্রেণির ২৪৪৩ তাফরিদ আহমদ চ্যাম্পিয়ন এবং রানার আপ হয় এন এস আদর্শ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মোঃ সাব্বির হোসেন সাব্বির। বালিকা- একক খেলায় চ্যাম্পিয়ন হয় ২৩৬৫ সানমুন বিনতে ইসলাম, রানার আপ হয় ৩২০০ মনিকা দেবনাথ। মাধ্যমিক স্তরে (বালক-একক) চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণির ২৯৬৩ মো: হাবিবুর রহমান এবং রানার আপ হয় দশম শ্রেণির ১২৭৫ মোঃ সাহারুল ইসলাম। বালিকাদের একক খেলায় মাধ্যমিক স্তরে চ্যাম্পিয়ন হয় নবম শ্রেণির ১২১৯ অনামিকা মোস্তফা রিপা এবং নবম শ্রেণির ৩২৫১ তহমিনা আক্তার তামান্ন রানার আপ হয়। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির শিক্ষকবৃন্দের (পুরুষ-একক) খেলায় চ্যাম্পিয়ন হয় প্রভাষক জনাব মোঃ তারিকুল ইসলাম জনী, রানার আপ হয় ক্রীড়া শিক্ষক জনাব মিঠুন সিদ্দিকী এবং মহিলা একক খেলায় চ্যাম্পিয়ন হয় সহকারী শিক্ষক জনাব শাহের বানু, রানার আপ হয় সহকারী শিক্ষক জনাব তানিয়া তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পুরস্কার বিতরণ করেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। অনুষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ০৬ নভেম্বর ২০১৬ তারিখে শুরু হওয়া এই খেলায় ৩টি বিদ্যালয়ের ৪ হাউজ থেকে মোট ২০২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *