শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি: সৈয়দপুরে বিমানবন্দর সড়কটি (শহীদ ক্যাপ্টেন মীরধা শামসুল হুদা সড়ক) চারলেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে।
সকালে সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন। পৌরসভা সূত্র জানায়, বিশ্বব্যাংকের ঋণে মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্টের আওতায় প্রায় সাড়ে ৩ কিলোমিটার ওই সড়ক চারলেনে উন্নীত করা হচ্ছে। ১৮ কোটি ৬৬ লাখ টাকার এ কাজের দায়িত্ব পেয়েছে নাদের এন্টারপ্রাইজ। এ সড়কের উভয়পাশে থাকবে ফুটপাথ, নর্দমা, সড়ক বিভাজক এবং সড়ক বাতি থাকবে। আগামী ১৫ মাসের মধ্যে সড়কটি নির্মাণ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। সড়ক উদ্বোধনকালে পৌর মেয়র মো. আমজাদ হোসেন সরকার নীলফামারীনিউজ-কে জানান, ভবিষ্যতে সৈয়দপুর হবে উত্তরাঞ্চলের একটি বৃহত্তম নগরী। সেই ধারাবাহিকতা শহরের সব সড়ক প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নাদের এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহনেওয়াজ শানু জানান, যথাসময়ে সড়ক নির্মাণকাজ শেষ করবেন তারা। এই সড়কটির কাজ সম্পন্ন হলে জনদুর্ভোগ অনেকাংশে কমবে বলে মনে করছেন সচেতন এলাকাবাসী।