নির্বাচন কমিশন পূনর্গঠনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বৃটেন

Slider জাতীয় সারাদেশ

40171_hbঢাকা; ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক বলেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন পূনর্গঠনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ব্রিটেন। এটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়। এনিয়ে ব্রিটেন বাংলাদেশকে কোন ধরণের উপদেশ বা নির্দেশনা দেবেনা।

সোমবার কুটনৈতিক সংবাদদাতাদের সংগঠন (ডিক্যাব) এর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ রাষ্ট্রদূত অনুষ্ঠানে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক, ব্রিটেনের ভিসা পদ্ধতি, কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন। এনিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। ডিক্যাবের সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান। বারিধার ব্রিটিশ হাই কমিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাই কমিশনারের কাছে প্রশ্ন রাখা হয় বৃটেনের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় ফেরত আনার কোন চিন্তা আছে কিনা। জবাবে তিনি বলেন, বাজেট সংকোচনের কারণে ঢাকা থেকে সেন্টারটি দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। এখন দিল্লি সেন্টার থেকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের ভিসা প্রক্রিয়া করা হয়। সেন্টার স্থানান্তর হলেও বাংলাদেশিদের জন্য ব্রিটেনের ভিসা ইস্যুর প্রক্রিয়ায় কোন পরিবর্তন আনা হয়নি। এক প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপনাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে এটা আমাদের স্বীকার করতেই হবে। তবে বিমান বন্দরে কার্গো পরিবহনের যে নিষেধাজ্ঞা রয়েছে তার পরিবর্তনের বিষয়ে সময় সীমা নির্ধারণ সম্ভব না। এনিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *