কুষ্টিয়ায় ক্রসফায়ারের’ ঘটনায় ওসিসহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

Slider গ্রাম বাংলা সারাদেশ

40001_map

 

কুষ্টিয়া প্রতিনিধি; কুষ্টিয়ায় এক কৃষককে বাড়ি থেকে ধরে নিয়ে সন্ত্রাসী বানিয়ে ‘ক্রসফায়ারে হত্যার’ অভিযোগে ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান এ গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারিকৃত তিন পুলিশ সদস্য হচ্ছেন কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, এসআই রবিউল ইসলাম ও কনস্টেবল ফারুক হোসেন।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৯শে জানুয়ারি কৃষক দাউদ হোসেনকে তার নামে মামলা আছে বলে নিজ বাড়ি থেকে উল্লেখিত তিন পুলিশ সদস্য ধরে নিয়ে যায়। পরে ক্রসফায়ারে হত্যা করার ভয় দেখিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে। দাউদের পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে পরদিন ২০ জানুয়ারি কৃষক দাউদ হোসেনকে সন্ত্রাসী বানিয়ে ক্রসফায়ারে হত্যা করে পুলিশ। এ ঘটনায় ইসলামী বিশ^বিদ্যালয় থানা পুলিশ আদালতে এফআরটি দাখিল করে। নিহত দাউদ হোসেনের স্ত্রী রোমেছা খাতুন বাদী হয়ে পুলিশের দেওয়া এফআরটির বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করেন। পরবর্তীতে নিহত দাউদ হোসেনের স্ত্রী রোমেছা খাতুন আদালতে ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। জুডিশিয়ালসহ তিন দফা তদন্ত শেষে সিআর ৯৬/১৬ নং মামলা হিসেবে আদালতে বিচার কার্যক্রম শুরু হলে আদালত আজ রোববার ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *