গ্রাম বাংলা ডেস্ক: প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের দেশে প্রবেশের সময় যথাযথ পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী রিটটি দায়ের করেন।
ইবোলা ভাইরাস ঠেকাতে দেশের সব প্রবেশ পথে কার্যকরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।
একই সাথে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে।
এছাড়া এ ভাইরাস প্রতিরোধে মেডিক্যাল বোর্ড গঠন ও মনিটরিং টিম গঠনের নির্দেশনা চেয়ে আরজি জানানো হয়েছে রিট আবেদনে।
স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয়জনকে রিটে বিবাদি করা হয়েছে।
রিটকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ইবোলা সংক্রমণে পশ্চিম আফ্রিকায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং সেই সাথে এটা দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিপ্রেেিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নেয়া হয়েছে ব্যাপক সতর্কতা। সেক্ষেত্রে আমাদের দেশেও সর্বোচ্চ সতর্কতা নেয়া প্রয়োজন।
এছাড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত মানুষের প্রবেশ ঠেকাতে গিনির কর্তৃপক্ষ লাইবেরিয়া ও সিয়েরা লিওনের সাথে স্থলসীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যেসব দেশে এই রোগের বিস্তার মহামারি রূপ নিয়েছে, সেখান থেকে প্রয়োজনে বাংলাদেশিদের নিবীড় পর্যবেক্ষণের মাধ্যমে সাময়িকভাবে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়া প্রয়োজন। সেক্ষেত্রে কারো মধ্যে এ রকম (ইবোলা ভাইরাসের সংক্রমণের মতো) কোনো লক্ষণ দেখা গেলে জীবন রক্ষার্থে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।