ফার্স্ট লেডি ও ভাবী ফার্স্ট লেডির চা চক্র

Slider টপ নিউজ

39762_35

গ্রামবাংলা ডেস্ক: বৃহস্পতিবার হোয়াইট হাউসে সবার চোখ ছিল প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকে। ওইদিনই কয়েক ঘর দূরত্বে চায়ের পেয়ালাসমেত আলাপ জমেছিল মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও ভবিষ্যৎ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যে। মিশেল ওবামা ভাবী ফার্স্টলেডিকে চা চক্রে আপ্যায়ন করেন। ঘুরিয়ে দেখান হোয়াইট হাউসকে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জর্স আর্নেস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ছবিতে মিশেল ও মেলানিয়াকে আলাপ করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *