শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় একই পরিবারের ৫ ভাইয়ের বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক টাকারও বেশী বলে ধারণা করা যাচ্ছে। মধ্যরাতে পুটিমারী ইউনিয়নের হাজীরহাট এলাকার মতুরারটারী গ্রামের মৃত্যু সুলতান আলীর ৫ ছেলের মধ্যে ২য় ছেলে বাদশা মিয়ার ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে অন্যান্য ভাইয়ের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে সুলতান আলীর ৫ ছেলের বাড়ীর কোন কিছু রক্ষা করতে পারেনি সংশ্লিষ্ট এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বাড়ীর সব কিছু হারিয়ে পাগল প্রায় সুলতান আলীর ৫ ছেলে জহুরুল হক,বাদশা মিয়া,আনারুল হক,সানারুল ইসলাম ও আজহারুল ইসলাম। এ ব্যাপারে পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন,ঘটনাস্থলে গিয়ে আমি নিজেই হতভম্ব হয়েছি। এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে ধান, চালসহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোন গবাদি পশু পুড়ে যাওয়ার তথ্য পাওয়া যায়নি।