গ্রাম বাংলা ডেস্ক: ঢাকার একটি আদালত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
সমন জারি সত্ত্বেও তিনি আদালতে হাজির না হওয়ায় বুধবার তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান।
এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা-সংক্রান্ত এক মামলায় ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছিলেন। তিনি তাকে বুধবার আদালতে হাজির হতে বলেছিলেন।
২ অক্টোবর ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট মো. শাহ আলম লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে লতিফ সিদ্দিকী হজ, তাবলি জামায়াত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটূক্তি করেন।
এর ফলে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর জের ধরে ১২ অক্টোবর তাকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। একই দিন তাকে আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য পদ থেকেও সরিয়ে দেয়া হয়।