ডেস্ক; ভোটের ফল আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৪ টি অঙ্গরাজ্যের সম্ভাব্য বিজয়ীর নাম ঘোষণা করেছে সিএনএন। এর মধ্যে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প জিতেছেন ওয়াইয়োমিং, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেব্রাসকা, ক্যানসাস, ওকলাহোমা, টেক্সাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, টেনেসি, মিসিসিপি, ওয়েস্ট ভার্জিনিয়া, অ্যালাবামা ও সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যগুলোতে। সব মিলিয়ে জিতেছেন ১২৮ টি ইলেক্টোরাল ভোট। ওদিকে, ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন জিতেছেন ইলিনয়, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, ভারমন্ট, ম্যাসাচুসেটস, ডেলাওয়ার ও রোড আইল্যান্ডে জয়ী হয়েছেন। পেয়েছেন ৯৭ ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট।