হামলা ভাঙচুর সভ্য মানুষের কর্ম নয় : জেলা প্রশাসক

Slider সিলেট

img_20161107_123123

সিলেট প্রতিনিধি :: শান্তিপ্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দেশ আমাদের বাংলাদেশ। বিশ্বের অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। শতকরা ৮৮ জন মুসলমান অধ্যুষিত দেশ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সময়ে হিংসাশ্রয়ী উগ্র একটি গোষ্ঠী দেশের উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। এ ধরনের হামলা ভাঙচুর কোনো সভ্য মানুষ করতে পারে না। এসব কুচক্রী মহলের মুখোশ উন্মেচন করতে হবে। এদেশের মুসলমানদের সম্মানের আসনে আলেম-উলামা ইমাম ও খতিবরা অধিষ্ঠিত। সম্প্রীতি বজায় রাখতে আপনাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। জুমআর খুতবায় বা অন্য সময়ে আপনাদের এলাকার মুসল্লিদেরকে সম্প্রীতি বজায় রাখতে উদ্বুদ্ধ করতে তিনি আলেম-উলামাদের প্রতি আহবান জানান। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করবেন। ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উদ্যেগে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে আয়োজিত ইমাম খতিব ও গণশিক্ষার শিক্ষকদের করণীয়
শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার নুরুল আফসার খাঁন। এতে স্বাগত বক্তব্যে রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। ইফার ফিল্ড অফিসার আব্দুল বাকী ও ফিল্ড সুপার ভাইজার ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওত করেন কারি মাওলানা শফিকুর রহমান। এতে আরো বক্তব্যে রাখেন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা নুরুল আমীন। সভাপতির বক্তব্যে ফরিদ উদ্দিন আহমেদ নিজ নিজ এলাকায় ইমামদের আরো সচেতন হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সে দিকে লক্ষ্য রেখে কাজ করে যাওয়ার আহবান জানান।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *