কুয়াকাটায় ৪ ট্রলার ডুবি, ১৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫০

Slider টপ নিউজ

38848_bay

 

পটুয়াখালী প্রতিনিধি; গভীর নিম্ন চাপের কারণে সাগর উত্তাল। বিশাল আকৃতির ঢেউ তীরে আছরে পড়ছে। উত্তাল সাগরে মাছ ধরা ট্রলারগুলো দ্রুত তীরে ছুটে আসার চেষ্টা করছে। ইতিমধ্যই এফবি শুকতারা ট্রলারটি ১৮ জেলে নিয়ে নিমজ্জিত হয়েছে। তবে ওই ট্রলারের ১৮ জেলেদের উদ্ধার করা গেলেও এফবি নুরভানু , এফবি আল রুমান ও এফবি মায়ের দোয়া প্রায় অর্ধশত জেলেসহ নিখোঁজ রয়েছে ।
কুয়াকাটা খাজুরা এলাকার মাছ ব্যবসায়ী হাজী আঃ কাদের জানান, তার একটি ট্রলার এফবি শুকতারা গভির সাগরে মাছ ধরতে যায় তিন দিন আগে। গভীর নিম্ন চাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় অন্যান্য ট্রলালের সাথে ঐ ট্রলাটি ও তীরের দিকে রওনা দেয় । কিন্তু  শুক্রবার রাতে উক্ত ট্রলারটি ১৮ জেলে নিয়ে নিমজ্জিত হয় । ঐ জেলেদের বরাত দিয়ে তিনি জানান, ভাসমান অবস্থায় পাথরঘাটার অন্য একটি ট্রলার ঐ জেলেদের উদ্বার করে পাথরঘাটা নিয়ে গেছে । ঐ সব জেলেদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।  মহিপুর ট্রলার সমিতির সভাপতি আনসার উদ্দিন  জানান, ইতিমধ্যেই সকাল থেকে শত শত ট্রলার মহিপুর খালে আশ্রয় নিয়েছে এবং এখন ও শত শত মাছ ধরা ট্রলার তীরে আসার অপেক্ষায় প্রবল ঢেউয়ের সাথে পাল্লা দিচ্ছে ।  ফিরে আসা জেলেদের দেয়া তথ্য  মতে এখন পর্যন্ত মোট ৪টি ট্রলার নিমজ্জিত হয়েছে । এদের মধ্যে নিমজ্জিত এফবি শুকতারার ১৮ জেলেদের উদ্বার করা গেলেও এফবি নুরভানু , এফবি আল রুমান ও এফবি মায়ের দোয়া প্রায় অর্ধশত জেলেসহ নিখোঁজ রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *