গুরুত্বপূর্ণ রাস্তায় বালু ও পাথর; জনদুর্ভোগ চরমে

Slider সারাদেশ সিলেট

img_20161105_144103

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:: সিলেটের বড়লেখা পৌর শহরের গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা জুড়ে ব্যক্তিগত বিল্ডিং নির্মাণের পাথর ও বালু মজুত রাখায় এ রাস্তায় চলাচলকারী জনসাধারণ ও যানবাহন যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে চলমান জেএসসি পরীক্ষার হাজার হাজার পরীক্ষার্থী মারাত্মক ঝুঁকি নিয়ে স্থানটি অতিক্রম করছে। পৌর শহরের পাখিয়ালা চৌমুহনী থেকে আহমদপুর রাস্তার পল্লী বিদ্যুৎ অফিসের কয়েক গজ পূর্বে রাস্তার অধিকাংশ স্থানে ব্যাপক পরিমাণ পাথর ও বালু মজুত থাকতে দেখা গেছে। রাস্তার ওপর পাথর ও বালু রাখায় জনসাধারণ ও যানবাহনকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কেছরীগুল উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী এবং পৌরসভার ইয়াকুবনগর, হিনাইনগর, আহমদপুর, কেরামতনগর চা বাগান, ডিমাই, বিওসি কেছরীগুলসহ পূর্বাঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী ও জনসাধারণকে অবর্ণনীয় দুর্ভোগ ও ঝুঁকিতে পড়তে হয়েছে। এমনভাবে রাস্তাজুড়ে পাথর ও বালু রাখা হয়েছে যে, ছোটো যানবাহন গুলোও স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছে না।
সূত্র জানায়, জনৈক রফিক উদ্দিন নিজস্ব বিল্ডিংয়ের দ্বিতীয় তলা সম্প্রসারণের নির্মাণ কাজের ইট, বালু ও পাথর সরকারি রাস্তায় মজুত করেন। পৌরসভার মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী জানান, জনদুর্ভোগের ব্যাপারে অনেকেই ফোনে অভিযোগ করায় তাৎক্ষণিক ভাবে রাস্তার ওপর থেকে মালামাল সরিয়ে নিতে তিনি ভবন মালিককে নির্দেশ দিয়েছেন। নির্মাণের অনুমতিসহ আনুসাঙ্গিক বিষয়ের বৈধ কাগজপত্র দেখাতে ভবন মালিককে পৌরসভা কার্যালয়ে তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *