বেতাগীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক কর্মশালা অনুষ্ঠীত

Slider বরিশাল

14936989_1762098434041600_1931457111_n

 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার বিভাগের গভর্ন্যান্স প্রজেক্ট (ইউ.জেড.জিপি.) প্রকল্পের সহযোগিতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক এককর্মশালা বৃহস্পতিবার দিনব্যপি উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম,এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, প্রকল্পের উপ-পরিচালক মো: শামসুদ্দৌজা। প্রকল্পের জেলা ফ্যাসিলেটটর মালিক শামীম আখতারের সঞ্চালনায় এতে আলোচনায় অংশগ্রহন করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আমিনা বেগম, ভাইস চেয়ারম্যান আবদুস সোবাহান,ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন, উপজেলা কৃষি কর্মকর্তামো: ইকবাল হোসেন, উপজেলা সমবায় আফিসার মো: জগলুল হায়দার, একাডেমিক সুপারভাইজার মাসুদ উর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা আ: কুদ্দুস সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *