গ্রাম বাংলা ডেস্ক: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেয়ার আগেই প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চের একাংশ। আগামীকাল বুধবার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেয়ার কথা রয়েছে। লাশ শহীদ মিনারে নেয়া হলে আন্দোলনেরও হুমকি দিয়েছে সংগঠনগুলো।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম অধ্যাপক আমজাদ হোসেন বলেন, এখনও আমরা ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে আনার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পায়নি। যদি আবেদন করা হয় তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
অপরদিকে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর সাথে জাসদ ছাত্রলীগ দেখা করে ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে ঢুকতে না দেয়ার অনুরোধ করেছেন।