শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে প্রাথমিক স্তরে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু হওয়ার পর স্কুলগুলোতে শিশুদের ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন অভিভাবক, শিক্ষকরা ও সাধারণ মানুষ। তাই প্রতিটি বিদ্যালয়ে এই কার্যক্রম চালুর দাবি জানিয়েছে সচেতন মহল।
নীলফামারীর গ্রামাঞ্চলের প্রায় ৮০ শতাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বাস করে। ফলে অনেকে নিজ সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহী নন। কিন্তু গত দুই বছর থেকে বিভিন্ন বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির চিত্র পাল্টে গেছে। এখন প্রায় প্রতিটি বিদ্যালয়ে উপস্থিতির হার শতকরা ৯০ ভাগের বেশি বলে জানান স্কুল প্রশাসন। নীলফামারী সদর উপজেলাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মিড ডে মিল” কার্যক্রম পরিদর্শন করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। মিড ডে মিল কার্যক্রম পরিদর্শন শেষে নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিসহ মিড ডে মিল টেকসই করণের লক্ষ্যে শিক্ষকদের পরামর্শ প্রদান করেন। ২য় শ্রেনীর শিক্ষার্থী আসলিমা জানান, স্কুল থেকে দুপুরের খাবার দেয়াতে তাদের আর বাসার খাবারের জন্যে অপেক্ষা করতে হয়না। গরীব পরিবার থেকে আসা এসব শিক্ষার্থী একবেলা খাবার পেয়ে আনন্দিত। এ ব্যাপার “মিড ডে মিল” কার্যক্রমের এক কর্মী জানান, তারা তাদের সর্বোচ্চ দিয়ে এই কার্যক্রম চালিয়ে যাবেন। পেটের ক্ষুধা মিটিয়ে হাসি মুখে তাদের শিক্ষা কার্যক্রম চালানো হবে বলে তারা আশা ব্যাক্ত করেন।