বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলার পূর্ব দক্ষিন করুনার নবগঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিখন-শিখানো, কার্যাবলীর উন্নয়ন পরিকল্পনা বাজেট (স্লিপ)‘র খরচের হিসাবের জের ধরে প্রতিষ্ঠানের দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘঁটনাঘটে।
রবিবার সকাল এগারটায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিদ্যলয়ের যাওয়ার পর প্রধান শিক্ষক আগামী ২০১৬-১৭ অর্থ বছরের বিদ্যালয় ভিত্তিক শিখন-শিখানো কার্যাবলীর উন্নয়ন পরিকল্পনা বাজেটর রেজুলেশনে স্বাক্ষর দাবি করে।বিদ্যালয়ের সভাপতি এ বিষয়ে শিক্ষকদের সাথে পূর্বে কোন সভা কিংবা আলোচনা হয়েছে কিনা তা জানার জন্য সহকারি শিক্ষক রফিকুল ইসলাম বাদলের নিকট জানতে চায়। তিনি এবছরে আলোচনা না করা এবং গত ২০১৬-১৭ অর্থ বছরের স্লিপ‘র অর্থ খরচের হিসাব দাবি করেন।সভাপতি বিষয়টি বুঝতে পেরে পরবর্তীতে সভা ডেকে আলোচনার পর তার স্বাক্ষর দেওয়ার কথা ব্যক্ত করেন। সভাপতি বিদ্যালয় ত্যাগ করার পর এ নিয়ে প্রধান শিক্ষক মো: মাহতাব উদ্দিন ও সহকারি শিক্ষক রফিকুল ইসলাম বাদলের সাথে হাতাহাতির ঘঁটনাঘটে।সহকারি শিক্ষক রফিকুল ইসলাম অভিযোগ করেন,প্রধান শিক্ষক ও তার স্ত্রী একই বিদ্যলয়ের শিক্ষক পারভীন আক্তার লিলি শ্রেণী কক্ষ থেকে ডেকে এনে তার উপর চাড়াও হয়। এসময় মারধর,গালিগালাজ ও তাকে প্রান শাশের হুমকী দেয় এবং তার সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদার সভা ডেকে আলোচনার পর তার স্বাক্ষর দেওয়ার কথা স্বীকার করে বলেন, তিনি চলে আসার পর ওই দুই শিক্ষক বিরোধে জড়িয়ে পরে।প্রধান শিক্ষক মো: মাহতাব উদ্দিন এ অভিযোগ অস্বীকার করে বলেন,তার সাথে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র। মারধরের কোন ঘটঁনা ঘটেনি।এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে সরেজমিনে গিয়ে এ বিষয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।