৭ নভেম্বর বড় সমাবেশ করবে বিএনপির

Slider রাজনীতি

37886_thumbs_bnp

 

ঢাকা; নিজেদের শক্তির জানান দিতে আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করবে বিএনপি। ইতিমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
সমাবেশের লক্ষে আজ শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি যৌথসভা করেছে। সভায় ব্যাপক জনসমাগম ঘটাতে ঢাকার নেতাদের তাগিদ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭ নভেম্বর যেন আমরা এমন একটা সমাবেশ করতে পারি, যা থেকে প্রমাণিত হবে যে বিএনপি এখনও বাংলাদেশে এক নম্বর রাজনৈতিক দল। বিএনপির থেকে বড় কোনো রাজনৈতিক দল নেই- এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বর্তমান পরিস্থিতি নেতা-কর্মীদের সামনে তুলে ধরে ফখরুল বলেন, আমরা এক কঠিনতম সঙ্কট অতিক্রম করছি। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য এই সময়টা সবচাইতে কঠিন সময় যাচ্ছে। সভায় ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ৭ নভেম্বর স্মরণকালের সমাবেশ করতে হবে। এজন্য সকলকে সকল স্তরের কমিটিকে এক হয়ে কাজ করতে হবে। এই সভা থেকে সকলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কাজে নেমে পড়বেন। মির্জা আব্বাসের সভাপতিত্বে যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, মহিলা দলের পেয়ারা মোস্তফা, উলামা দলের শাহ নেসারুল হক, মহানগর বিএনপির কাজী আবুল বাশার বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *