এই টেস্ট নিয়ে দলের পরিকল্পনা একাদশ দেখেই বোঝা যাচ্ছে। প্রথম টেস্টের দলে থাকা পেসার শফিউল ইসলাম স্কোয়াডেই ছিলেন না। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন অফ স্পিনার শুভাগত। তাঁকে নিয়ে দ্বিতীয় টেস্টের দলে বিশেষজ্ঞ স্পিনার চারজন। দলে পেসার শুধু একজন, কামরুল ইসলাম।
ইংল্যান্ড দলে পরিবর্তন দুটি। স্টুয়ার্ট ব্রড ও গ্যারেথ বেটির জায়গায় দলে ঢুকেছেন স্টিভেন ফিন ও জাফর আনসারি। অভিষেক হচ্ছে আনসারির।
টসের পর মুশফিক বলেছেন, ‘উইকেট শুকনোই মনে হচ্ছে। ব্যাটিং করাটা চট্টগ্রামের চেয়ে সহজ হবে।’ টসে জিতলে এই উইকেটে ইংল্যান্ডও আগে ব্যাটিং নিত বলে জানিয়েছেন অ্যালিস্টার কুক। ম্যাচ যত এগোবে উইকেট ততই স্পিন সহায়ক হবে বলে তাঁর ধারণা।