ঠিক সময়েই জেএসসি পরীক্ষা হবে

Slider শিক্ষা

37023_nahid

ঢাকা; ঠিক সময়েই জেএসসি পরীক্ষা হবেজেএসসি ও জেডিসি পরীক্ষা ঠিক সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শেষ মুহূর্তে দায়িত্ব পাওয়ায় প্রস্তুতিতে চাপ পড়লেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অনিশ্চয়তায় ভুগার কোন কারন নেই। তবে খুবই অল্প সময় হওয়ায় আমাদের দিনরাত খাটতে হবে। আমরা দায়িত্ব নিয়েছি। কারণ পরীক্ষাটা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, পরীক্ষা এবং ফলাফল যথাসময়ে হবে। এ নিয়ে যেন কেউ দ্বিধায় না থাকেন। আগামী ১ নভেম্বর শুরু হবে এ দুই পরীক্ষা। শেষ হবে ১৭ নভেম্বর। আগে সিদ্ধান্ত ছিল, চলতি বছর থেকেই অষ্টম শ্রেণি স্তরের জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে হবে। চলতি বছর এ দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশ নেবে ২৪ লাখ ১০ হাজার ১৫ জন। এর মধ্যে ছাত্রী ১২ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন আর ছাত্র ১১ লাখ ২৩ হাজার ১২৬জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *