লালমনিরহাট-সান্তাহার রেলওয়ে সেকশনে ১২টি স্টেশন ক্লোজড ডাউনে
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা; জনবল সংকটের অজুহাতে কয়েক বছর থেকে পঞ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট-সান্তাহার সেকশনের ১২টি স্টেশন ক্লোজড ডাউন করা হয়েছে।
ফলে ওইসব স্টেশনে সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে প্রতিবছর কমপক্ষে ৭ কোটি টাকার রাজস্ব আয় থেকে রেল অধিদপ্তর বঞ্চিত হচ্ছেন। ক্লোজড ডাউনকৃত এসব রেল স্টেশন চালু করার কোন উদ্যোগ দেখা যাচ্ছে না।
লালমনিরহাট-সান্তাহার সেকশনে মোট ২৬টি রেল স্টেশন রয়েছে। এরমধ্যে মহেন্দ্রনগর, চৌধুরী রাণী, হাসানগঞ্জ, নলডাঙ্গা, কামারপাড়া, কুপতলা, বাদিয়াখালী, মহিমাগঞ্জ, সুখানপুকুর, আলতাফ নগর, নশরতপুর ও পাঁচপীর মাজারসহ ১২টি স্টেশন বিভিন্ন পর্যায়ে ক্লোজড ডাউন করা হয়েছে।
এরমধ্যে নলডাঙ্গা, কামারপাড়া, বাদিয়াখালি ও মহিমাগঞ্জ স্টেশন খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে অবস্থিত এগুলোতে প্রতিমাসে বিপুল পরিমাণ রাজস্ব আয় আসতো। এ রুটে চলাচলকারি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ২১-আপ ও ২২-ডাউন পদ্মরাগ এক্সপ্রেস ছাড়া বাকী সব ট্রেন সরকারি ব্যবস্থাপনায় বর্তমানে চালু রয়েছে।
বেসরকারি পরিচালিত ট্রেনগুলো নিয়ন্ত্রনের জন্য সংশি¬ষ্ট ক্লোজড ডাউন স্টেশনে তাদের নিজস্ব স্টাফ যথারীতি দায়িত্ব পালন করছে। কিন্তু রেল কর্তৃপক্ষের নিজস্ব কোন স্টাফ সেগুলোতে নেই। ফলে সেখানে রেল কর্তৃপক্ষ পরিচালিত ট্রেনের টিকেট কাটতে না পেরে নানামুখী সমস্যায় পড়ছেন ট্রেন যাত্রীরা।
এসব ক্লোজড ডাউনকৃত স্টেশনগুলোতে মধ্যে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস শুধু থামে না। বাকি লোকাল ও আন্তঃনগর সবগুলো ট্রেন যথারীতি এসব স্টেশনে থামে। ফলে ক্লোজড ডাউনের কারণে যাত্রীরা এসব স্টেশনে টিকিট করতে না পারায় বিকল্প চলাচলের সুযোগ না থাকায় বিনা টিকিটেই ট্রেনে উঠতে এবং নামতে বাধ্য হচ্ছেন। এজন্য তারা অনেক ক্ষেত্রেই ট্রেনে উঠে রেল কর্মীদের কাছে হয়রানির শিকার হচ্ছেন।
রেলওয়ে সুত্রে জানা গেছে, জনবল সংকটসহ নানা কারণে বিভিন্ন সময়ে বেশ ক’টি ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পর এখন নতুন করে সমস্যা হিসেবে দেখা দিয়েছে স্টেশন বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ “ক্লোজডাউন”।
বর্তমানে পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগের সান্তাহার-লালমনিরহাট সেকশনের ২৬টি স্টেশনের মধ্যে বর্তমানে ১২টি স্টেশনই বন্ধ হয়ে আছে। প্রতি মাসেই বিভিন্ন স্টেশনে মাস্টার, পোর্টার, পয়েন্টসম্যান অন্যান্য কর্মচারীরা অবসর গ্রহণ করলেও নতুন নিয়োগ তেমন না দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে ক্লোজ ডাউনকৃত স্টেশনগুলোতে কোন স্টাফ না থাকায় ওইসব স্টেশনে ট্রেন আসার সংকেত দেয়ার কেউ থাকে না। ট্রেনগুলো নিয়ম মাফিক আসছে, স্টেশনে থামছে এবং যথারীতি চলে যাচ্ছে। টিকিট নেয়ার কেউ নেই, দেখারও কেউ নেই।
এ অবস্থা চলছে ক্লোজড ডাউন স্টেশনগুলোতে। এতে স্টেশনে স্টেশনে দুর্ঘটনাও ঘটছে। অপরদিকে প্রতিমাসে এক একটি স্টেশন লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে রেল বিভাগ।
এ ব্যাপারে লালমনিরহাটের বিভাগীয় ট্রাফিক তত্বাবধায়ক (ডিটিএস) মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নানা কারণে রেল বিভাগ জনসংকটের মুখে রয়েছে। চাহিদা অনুযায়ি লোক নিয়োগ বন্ধ রয়েছে। শীঘ্রই এসব সমস্যা কেটে যাবে বলে তিনি মন্তব্য করেন। তখন স্টেশনগুলো ক্লোজড ডাউন মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাদুল্যাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি ঃ দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে-এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে পালিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সাদুল্যাপুর উপজেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১১টায় একটি র্যালি শহীদ মিনার হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে চৌ-মাথা মোড়স্থ নিসচা শাখা কার্যালয় সম্মুখে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নিসচা-সাদুল্যাপুর শাখার সদস্য সচিব তোফায়েল হোসেন জাকিরের সঞ্চালনায় এবং আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার আহ্সান হাবিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, সাধারণ সম্পাদ শাহজাহান সোহেল, প্রভাষক মাহামুদুল হক মিলন, বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, সাবেক ভিপি ও ৯০ দশকের ছাত্রনেতা আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরকার তারা, নিসচা’র যুগ্ন আহবায়ক মাসুদ মো. আনোয়ার হোসেন, সদস্য রানু মিয়া ও জান্নাতুল ফেরদৌসি জান্নাতি প্রমুখ।
সুন্দরগঞ্জে স্বামী-স্ত্রীর ইউপি নির্বাচনী লড়াইয়ে বিপাকে ভোটাররা
ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই জমে উঠলেও বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা।
জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নে ইউপি নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হলেও সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ প্রায় ১১ নং হরিপুর ইউপি নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে রফিকুল ইসলাম রঞ্জু জাপা (এ) মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও একই পদে তার সহধর্মীনি রোকসানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করায় ওই ইউনিয়নের ১৪ হাজার ৩শ ৮৮ জন ভোটারের মাঝে চমক সৃষ্টি হয়েছে।
ভোটারদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তারা এখন বিপাকে পড়েছেন স্বামী-স্ত্রীর মধ্যে কাকে ছেড়ে কাকে ভোট দেবেন।
সুন্দরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৪ জুয়াড়ির জরিমানা
ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা; গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়ির প্রত্যেকের ২’শ টাকা করে মোট ৮’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, শনিবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)-মুহাম্মদ হাবিবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ দেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের কালিয়ারছিড়া নামক স্থান থেকে প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদেরকে আটক করেন উক্ত আদালত।
দন্ডিত জুয়াড়িরা হলো- ঐ গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মকবুল হোসেন, আবুল মিয়ার ছেলে লাল মিয়া, ফয়জার রহমানের ছেলে জিয়াউর রহমান ও আব্দুল করিমের ছেলে ফাসিউল ইসলাম জানা গেছে।
সুন্দরগঞ্জে সিঁধ কেটে মোটর সাইকেল চুরি
ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা; সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামে ঘরের সিঁধ কেটে মোটর সাইকেল চুরি ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে চান মিয়া প্রতিদিনের ন্যায় নাওয়া খাওয়া শেষে শয়ন ঘরের পাশের কক্ষে মোটর সাইকেল রেখে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় সকলের অজান্তে ঘরের সিঁধ কেটে ফ্রিডম লাল রংয়ের ১০০ সিসির গাড়িটি চুরি করে নিয়ে যায় একটি হুন্ডা সিন্ডিকেট গ্রুপ।
পরদিন সকালে মোটর সাইকেল মালিক চান মিয়া ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা। তার গাড়িটি নেই। সারাদিন খোঁজাখুঁজির পরেও গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।
গাইবান্ধায় কর্মীরহাতের নিজস্ব হাসপাতাল ভবন নির্মাণের কাজ শুরু
ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাতের নিজস্ব হাসপাতাল ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
গতকাল বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন কর্মীরহাতের সহ-সভাপতি মোঃ আব্দুল হক চৌধুরী ও যুগ্ম সম্পাদক আবু জাফর সাবু। এতে উপস্থিত ছিলেন কর্মীরহাতের কোষাধ্যক্ষ মোঃ হায়দার আলী, নির্বহী সদস্য মোঃ মোস্তাফিজার রহমান, আজীবন সদস্য মোঃ ফজলুল করিম, মোঃ সাইদুর রহমান বাবু, সদস্য মোঃ আবু সুফিয়ান, কর্মীরহাতের ম্যানেজার মোঃ মাহমুদুল হক রতন, প্রজেক্ট ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, গাইবান্ধা পৌরসভার প্রকৌশলী মোঃ রেজাউল হক প্রমুখ। অতঃপর এ উপলক্ষে এক দোয়া খায়েরের আয়োজন করা হয়।
উল্লেখ্য, আমেরিকাস্থ দাতা সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর অর্থায়নে শহরের খানকা শরীফ থেকে এক কিলোমিটার পশ্চিমে সাদুল্যাপুর রোডস্থ নারায়ন পুর গ্রামে কর্মীরহাতের নিজস্ব অর্থে ক্রয়কৃত ৩০ শতক জমিতে বহুতল ভবন বিশিষ্ট “কর্মীরহাত-নাবিক হাসপাতাল” নির্মিত হচ্ছে।
উক্ত হাসপাতাল নির্মিত হলে এলাকার দরিদ্র রোগীগণ অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত এবং সর্বাধিক সুযোগ সুবিধা সম্বলিত এই হাসপাতালে চড়্গু, ডায়াবেটিক, দন্ত, মাতৃ, শিশু বিভাগসহ অন্যান্য বিভাগে চিকিতসা সেবা লাভ করতে পারবে। এছাড়াও সবচেয়ে কম মূল্যে ইসিজি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, রক্ত ও প্রস্রাবসহ সকল প্যাথলজিক্যাল পরীক্ষার সুযোগ থাকবে।
গাইবান্ধায় ফটোগ্রাফি প্রশিক্ষণ
ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি ঃ শিফটিং দ্যা পাওয়ার ও ক্রিশটিয়ান এইড এর অর্থায়নে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে জিইউকে মিলনায়তনে তিন দিন ব্যাপী এক ফটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার শেষ হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আনজুম নাহিদ চৌধুরী লাকি, আবু সায়েম জান্নাত নুর নিশাত প্রমুখ।
প্রশিক্ষণে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলের ১২ জনসহ মোট ১৯ জন অংশ গ্রহণ করে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন গ্রীণ ইউনিভারসিটি লেকচারার ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর দৃক পাটশালা মহাম্মদ আমিনুজ্জামান এবং আলোকচিত্রি শিল্পী কুদ্দুস আলম।
সাঘাটায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বাড়িঘর ভাং
ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিবাদে প্রতিপক্ষের লোকজন শনিবার মওলানা মোঃ ইলিয়াছ উদ্দীনের বাড়িতে হামালা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও গাছপালা কর্তন করেছে।
এতে ওই পরিবারের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগে জানাগেছে, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা গ্রামের মৃত নমির উদ্দীনের ছেলে মওলানা মোঃ ইলিয়াছ উদ্দীনের সঙ্গে একই গ্রামের আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলম গংদের জমি নিয়ে শত্রুতা চলে আসছিল।
ঘটনার দিন শনিবার জাহাঙ্গীর, বাচ্চু মিয়া, জাবেদা, হাছেনা ও মেরিনা সহ ৫/৭ জনের একটি দল লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র হাতে নিয়ে ইলিয়াছ উদ্দীনের বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা, টিনের বেড়া ভাংচুর, গাছপালা কর্তন, মাটি খুঁড়ে দেয়াল ঘর ক্ষতির চেষ্টা করতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ভাংচুর ও একটি টেলিভিশন কিছু মালামাল লুট করে নিয়ে দাপটের ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
এ ব্যপারে ইলিয়াছ উদ্দীন বাদী হয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই এরশাদ ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ আলী প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইলিয়াছ উদ্দীন জানান, আমার পরিবারকে ফাঁসানোর জন্য জাহাঙ্গীরের ভাই বাচ্চু মিয়া তার নিজ স্ত্রী রিনাকে শারিরিক নির্যাতন চালিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। নির্যাতন সহ্য করতে না পেরে রিনা বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ৩৬৫।
সে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে পিত্রালয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলে যান। শুধু তাই নয় ইতিপূর্বে বাচ্চুকে অন্যত্র সড়িয়ে রেখে আমাদের নামে গুমের মামলা করা হয়। মামলা করার কয়েকদিন পরেই বাচ্চু বের হয়। এভাবে আমাদের হয়রানি ও বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টা চালিয়ে আসছেন তারা।
গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের কর্মী,সমর্থক ও ভোটারদের হুমকির অভিযোগ
ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের স্থগিত তারদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তৌফিকুর রহমান তৌফিক এর কর্মী,সমর্থক ও সাধারন ভোটারদের প্রতিপক্ষ ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন হুমকি ধামকি দেয়ার অভিযোগ,কঠোর নিবাপত্তার দাবী করেছেন।
গত শনিবার জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ ইউনিটিতে সাংবাাদিকদের সঙ্গে মতবিনিময় কালে মোটর সাইকেল প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তৌফিকুর রহমান তৌফিক এ অভিযোগ করেন।
তিনি জানান গত ২৮ মে কামারদহ ইউনিয়নের নির্বাচনে ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফলে আমি মোটর সাইকেল প্রতীকে ৫১৮ ভোটের ব্যবধানে এগিয়ে আছি। তিনি আরও বলেন স্থগিতকৃত তারদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২২৮০। আমার বিগত কয়েক বারের নির্বাচনে এই কেন্দ্রে ভোটাররা আমার প্রতিপক্ষ প্রার্থীদেরকে ১৫০ থেকে ২০০ ভোটের অধিক ভোট প্রদান করেন নাই। কেন্দ্রটি নির্বাচনে আমার ভোট ব্যাংক হিসেবে পরিচিত।
কেন্দ্রটিতে ভাগগোপাল মৌজায় ১৩৪৫ ও তারদহ মৌজায় ৯৩৫ মোট ভোটার সংখ্যা ২২৮০। ভোট কেন্দ্র থেকে ভাগগোপাল মৌজার দুরুত্ব প্রায় দেড় কিঃমিঃ যাহা তারদহ বিল দ্বারা বিভক্ত। বিলটির মধ্যদিয়ে রাস্তাটিই একমাত্র যোগাযোগের পথ ঐ মৌজার জনসাধারনের। ভোটের দিন ক্ষমতাসীন দলের প্রার্থীর বহিরাগত লোকজন ঐ রাস্তায় ভোটারদের প্রতিবন্ধকতা সৃষ্টি করার হুমকি ধামকি প্রদানে তারা আতঙ্কিত।
তারা ভোট দেয়ার জন্য কেন্দ্রে যাওয়া নিরাপদ হবেনা বলে মনে করছেন। নির্বাচনের পূর্ব থেকে আগামী ৩১ তারিখে কেন্দ্র এলাকায় অধিক আইনশৃঙ্খলা উপস্থিতিসহ সুষ্ট ভোট গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কঠোর নিরাপত্তার দাবী জানান। নির্বাচনে জয় পরাজয় যাই হোক সুষ্ট, অবাদ নিরপেক্ষ ভোট হলে আমি মেনে নিব।
মো ঃ ছাদেকুল ইসলাম রুবেল
প্রতিনিধি/গাইবান্ধা
০১৭১২৪২৪৫৪৭