স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জেলা শহরের রাজবাড়ি মাঠে প্রাথমিক, জুনিয়র ও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন প্রায় ৫ হাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মোঃ সাহাবুদ্দিন সরকার ও রাবেয়া সরকার কল্যান ট্রাস্ট(টঙ্গী-গাজীপুর) নামে একটি সামাজিক প্রতিষ্ঠান।
শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী ওই অনুষ্ঠান চলে। সংবর্ধনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ট্রাস্টের কর্ন্বধার ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম শাহানশাহ আলম কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
ট্রাস্টের কর্মকর্তা এ্যাড. মঞ্জুর মোর্শেদ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে ছিলেন, গাজীপুর সিটিকর্পোরেশনের নারী কাউন্সিলর রাখি সরকার, কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, মোহাম্মদ সেলিম প্রমূখ।
অনুষ্ঠানে প্রাথমিক, জুনিয়র ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তি ও জিপিএ-৫ সহ তুলনামূলকভাবে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ন মোট ৪ হাজার ৮৩৮জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।