তাবেলা সিজার হত্যায় নব্য জেএমবি জড়িত: র‌্যাব ডিজি

Slider বাংলার মুখোমুখি

file-1

 

ঢাকা; রাজধানীর গুলশানে ইতালিয় নাগরিক তাবেলা সিজার হত্যাসহ ১৮টি নাশকতার ঘটনায় নব্য জেএমবি জড়িত বলে দাবি করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। শুক্রবার সকালে কারওয়ান বাজারের বিসিআইসি ভবনে র‌্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গত বছরের ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে ইতালিয় নাগরিক সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকে দায়ী করে। ডিবি এর মধ্যে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, তার ভাইসহ সাতজনকে আসামি করে তাবেলা হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি আরও বলেন, নব্য জেএমবির সদস্য সংখ্যা এখন মাত্র ২১। এদের মধ্যে ২ জন সূরা সদস্য, ১৯ জন মিড লেভেলের। র‌্যাবের অভিযানে একে-২২ এবং হ্যান্ডগানগুলো উদ্ধার হওয়ায় তাদের কাছে বর্তমানে কোন অস্ত্র নেই। আমাদের চেষ্টা থাকবে তাদের সংখ্যা যেন ২১ থেকে ২২ না হয়। ২১ জনের সাংগঠনিক নাম পাওয়া গেছে। আমরা সেগুলো যাচাইবাছাই করে তাদেরকে ধরার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *