প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : ইলিশ ধরা নিয়ে দেশব্যাপী সরকারি নিষেধাজ্ঞা চললেও পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে জেলেদের ইলিশ শিকার।
ইলিশ ধরার দায়ে গত ছয় দিনে মৎস বিভাগ অভিযান চালিয়ে আট উপজেলার নদ-নদীতে কমপক্ষে ৩ লাখ ৭ হাজার ৩৭৫ মিটার জাল জব্দ করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে ৩২টি, জরিমানা আদায় হয়েছে ৪৯ হাজার টাকা এবং ভ্রাম্যমান আদালত কারাদণ্ড দিয়েছে ১৫ জনকে।ঘটনার বিবরনে জানা যায় ইলিশ শিকারের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পার হলেও সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা জেলেদের কাছে না পৌঁছানোয় ইলিশ শিকারের প্রতি জেলেদের এ ধরনের অপতৎপরতা।ইলিশ সংরক্ষন কার্যক্রম বাস্তবায়নে ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।এই ২২ দিনে প্রতিটি জেলে পরিবারের জন্য ২০ কেজি চাল বরাদ্দ করা হয়। দশমিনার জেলে সমিতির সভাপতি সিকদার নজরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা শুরুর সঙ্গে সঙ্গে সরকারিভাবে বরাদ্দকৃত খাদ্য সহায়তা দেওয়া হলে অনেক জেলেই হয়তো ইলিশ ধরা থেকে বিরত থাকত।