গ্রাম বাংলা ডেস্ক: এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন পাকিস্তানে তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া মালালা ইউসুফজাই এবং ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী।
শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টায় নরওয়ের অসলোয় নোবেল কমিটির চেয়ারম্যান থরবিয়ন জাগল্যান্ড শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করেন।
শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে তারা যে অবদান রেখেছেন তার স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেয়া হয়েছে।
এর ফরে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার জয়ের অসামান্য গৌরব অর্জন করলেন মালালা। মাত্র ১৭ বছর বয়সে নোবেল জয়ের ঘটনা বিশ্বে এটাই প্রথম।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৭৮ জনকে মনোনীত করা হয়েছিল। তাদের মধ্য থেকে শেষ পর্যন্ত এই দুজনকে বেছে নেয়া হয়।
১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের উইলমতে এ পুরস্কার প্রবর্তন করা হয়। ১৯০১ সালে প্রথম নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়।
শুরু থেকে পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থসহায়তায় ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে নোবেল দেয়া শুরু হয়।
পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও অর্থনীতিতে পুরস্কার সুইডেন থেকে দেয়া হলেও শান্তিতে নোবেল দেয় নরওয়ে।