ঝালকাঠীতের ইলিশ ধরায় দুই জেলের কারাদন্ড

Slider অর্থ ও বাণিজ্য

14741164_549606198556065_1289885430_n

 

জহির উদ্দিন বাবর, ঝালকাঠী প্রতিনিধি । নিষেধাজ্ঞা উপক্ষো করে নলছিটিতে মা ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট শাহ মো. কামরুল হুদার ভ্রাম্যমান আদালত মো. রাজ্জাক মোল্লা ও সবুজ হোসেন নামে দুই জেলেকে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দুই জেলে বরিশালের রূপাতলী এলাকার বাসিন্দা। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ঐ দুই জেলে ইলিশ মাছ ধরছিল। খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে দপদপিয়া এলাকা থেকে মো. রাজ্জাক মোল্লা ও সবুজ হোসেন নামে দুই জেলেকে আটক করা হয়। এছাড়াও সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে আরো ৬৫ হাজার টাকা মূল্যের চার হাজার ১০০ মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো নলছিটি ফেরিঘাটে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *