জহির উদ্দিন মো: বাবর, ঝালকাঠি রাজাপুরে ট্রাভেলার্স সোসাইটির উদ্যোগে বিশ্ব ডিম দিবস পালন করলেন সংগঠনটির সদস্যবৃন্দ।
১৪ ই অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ সৈয়দ মো: বেলায়েত হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী শামসুল আলম বাবুল, দৈনিক গ্রাম বাংলা নিউজের বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, নদী পরিব্রাজক দল ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান প্রিন্স, সিনিয়র শিক্ষক মো: শাহজাহান দুরাণী, সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন, অধ্যাপক সাইদুর রহমান রোমান ও ট্রাভেলার্স সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ । সভায় উপস্থিত সকলে ডিম খাওয়া ও ডিমের পুষ্টিগুনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন । তারা বলেন আমাদের এবং আমাদের দেশের সকল শিশুদের খাদ্য তালিকায় প্রতিদিন একটি করে ডিম থাকা উচিৎ । কেননা ডিম দেহের বৃদ্ধি ও মেধা গঠনে বিশেষ ভূমিকা রাখে । তারা আরো বলেন যে, আমাদের দেশের মানুষ গরীব বিধায় তারা প্রতিদিন ডিম কিনে খেতে পারেনা, তাই সরকারের প্রতি তারা আহবান জানান বিশেষ করে দরিদ্র শিক্ষার্থীরা যাতে তাদের খাদ্য তালিকায় প্রতিদিন ডিম রাখতে পারে তা নিশ্চিতকরণে । তাহলে আমরা ভবিষ্যতে একটি সুস্থ, সবল ও মেধাসম্পন্ন জাতি পাব । অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক জহির উদ্দিন মো: বাবর। অনুষ্ঠান শেষে নদী পরিব্রাজক দলের বরিশাল শাখার সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত সকলকে ডিম খাইয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন।