ঢাকা; দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার বেলা ১১টা ৩৬ মিনিটে শি জিনপিংকে বহনকারী এয়ার চায়নার স্পেশাল ভিভিআইপি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের প্রেসিডেন্টের উড়োজাহাজটি বাংলাদেশের আকাশ সীমায় ঢোকার পর তাকে পাহারা দিয়ে বিমানবন্দরে নিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনীর চারটি জেট ফাইটার।
বিমানবন্দরে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। শি জিংপিংয়ের আগমন উপলক্ষে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল দুই দেশের রাষ্ট্রপ্রধানের ছবি দিয়ে সাজানো হয়। এই সফরে চীনা প্রধানমন্ত্রী উঠবেন বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলে। তার চলাচলের জন্য ২৪ ঘণ্টা ওই সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। হোটেল থেকে বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন চীনের প্রেসিডেন্ট। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে সই হবে ২৫টি চুক্তি। এরপর চীনা প্রেসিডেন্ট হোটেলে ফিরলে সেখানে তার সঙ্গে দেখা করতে যাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যায় বঙ্গভবনে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন দুই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও শি জিনপিং। সফররত প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট।