ঢাকা; কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার আক্তারুজ্জামান ব্রিটিশ (৩০) নিহত হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলা কলেজ সংলগ্ন মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, রাত ২টার দিকে ৭-৮জন ডাকাতদল ওইস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে মিরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ বন্দুকযুদ্ধে ডাকাতদল পিছু হটে। ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ আক্তারুজ্জমান ব্রিটিশকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশী তৈরী সাটার গান, ৩ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও ১টি হাসুয়া উদ্ধার করেছে। নিহত ডাকাত সর্দার ব্রিটিশ মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের শামসুলের ছেলে। তার বিরুদ্ধে স্থানীয় থানায় ডাকাতী ও চাঁদাবাজীসহ ৬টি মামলা রয়েছে।