গ্রাম বাংলা ডেস্ক: বুধবার দুপুরে দুর্বৃত্তরা গাজীপুর মহানগরের উত্তর বিলাশপুর এলাকার এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। বিকালে কাপাসিয়ায় ভাতিজার ছুড়ির আঘাতে নিহত হয়েছেন চাচা।
গাজীপুরে নিহত বিল্লাল হোসেন (২৪) গাজীপুর মহানগরের পশ্চিম বিলাশপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
কাপাসিয়ায় নিহতের নাম হাফিজ উদ্দিন (৫০)। তিনি কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বিল্লাল হোসেনকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় দুপুর দুইটার দিকে উত্তর বিলাশপুর এলাকায় জনৈক আমানের বাড়ির পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে আহতাস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভতি করেন। ওখানে চিকিৎসকধীন অবস্থায় বিল্লাল হোসেন মারা যায়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের দুই হাতের কুনুইয়ের উপরে এবং কোমরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে জেলার কাপাসিয়া উপজেলার টুকনয়নপুর এলাকায় ভাতিজার ছুরির আঘাতে চাচা নিহত হয়েছেন। নিহতের নাম হাফিজ উদ্দিন (৫০)। তিনি কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে।
বুধবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দোকান বাকির টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ।
স্থানীয়রা জানান, দোকান বাকির টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিল্লাল তার চাচা হাফিজকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাফিজ মারা যান। এসময় বাবাকে বাঁচাতে এসে ছেলে কবির হোসেনও (২৫) আহত হয়েছেন।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘দোকান বাকির টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুনের খবর শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’