গাজীপুরে ৯ জঙ্গী নিহতের ঘটনায় দুই মামলা

Slider টপ নিউজ বাংলার মুখোমুখি

2016_10_10_05_33_40_7051_d11

 

গাজীপুর;  দুটি জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নয় জঙ্গি নিহতের ঘটনায় জয়দেবপুর থানায় সোমবার আরো একটি মামলা হয়েছে।

পাতারটেকের ঘটনায় বাড়ির মালিকের ভাই ওসমান গণিকে গ্রেপ্তার ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের পর এখনো শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে মরদেহ।

এদিকে, এখনো আতঙ্ক কাটেনি হাড়িনালের লেবুবাগান ও পাতারটেক এলাকার বাসিন্দাদের।

গত শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর হাড়িনালের লেবুবাগান ও পাতারটেকের স্থানীয়রা জানতে পারেন এখানে জঙ্গি আস্তানা ছিল। লেবুবাগানে দুই জঙ্গি নিহত হওয়ার পর ভয়ে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারাও অন্যত্র চলে গেছে। আতঙ্ক কাটছে না স্থানীয় বাসিন্দাদেরও। নিহত জঙ্গিরা এলাকাবাসীর সঙ্গে মিশতো না এমনকি বাসার অন্য ফ্ল্যাটের লোকজনের সঙ্গেও তাদের কোনো কথা হতো না।

লেবুবাগানে দুই জঙ্গি নিহতের ঘটনায় রোববার রাতে জয়দেবপুর থানায় অস্ত্র ও সন্ত্রাস দমনে একটি মামলা করেছে র্যা ব। সন্ত্রাস দমন আইনে করা ওই মামলায় নিহত দুই জঙ্গিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

এর আগে পাতারটেকের দোতলা বাড়িতে সাত জঙ্গি নিহত হওয়ার ঘটনায় রোববার দুপুরে বাড়ির মালিকের ভাই ওসমান গনিসহ আটজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় আরো একটি মামলা করা হয়।

রোববার রাতে ওসমান গণিকে গ্রেপ্তার এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বাড়ির মালিক সৌদি প্রবাসী হওয়ায় এর দেখভাল করতেন ছোট ভাই ওসমান গনি।

এদিকে, জঙ্গিদের কয়েকজনের নাম পরিচয় জানা গেলেও তা নিশ্চিত না হওয়ায় প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভোরে দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। এই অভিযানে নয় জঙ্গি নিহত হয়। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, পিস্তল, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *