এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দিন দিন কলা চাষে অধিক পরিমাণে ঝুঁকছেন কলা চাষীরা। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ ও লাভ বেশি হওয়ায় কলা চাষ করছেন বলে মনে করছেন কৃষি বিভাগ।
জেলা সদর, হরিপুর, পীরগঞ্জ, রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন জায়গায় এখন কলা চাষ হচ্ছে। উচুঁ নিচুঁ সবরকম জমিতেই কলা চাষ হয় বলে জানান কৃষকরা। সেচ কম ও পোকা মাকড়ের তেমন উপদ্রপ নেই বললেই চলে। এমন সুবিধার কারণেই কলা চাষ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষক খাইরুল ইসলাম বলেন, এক বিঘা জমিতে কলা চাষ করা যায় ৬-৭ শ গাছ। আর খরচ হয় প্রায় ৩০-৩৫ হাজার টাকা। সময় লাগে ১১মাস। এ থেকে ৫ থেকে সাড়ে ৫শ গাছে কলা পাওয়া যায়। বিক্রয় করা যায় ১ থেকে দেড় লাখ টাকার কলা। এতে বেশ লাভবান হওয়া যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে মাল ভোগ, সাগর, মধুয়াসহ বেশ কয়েক জাতের কলা আবাদ করা হচ্ছে। আর কলা আবাদ করে কৃষকরা লাভবান হওয়ায় এ জেলায় দিন দিন কলা চাষ বাড়ছে। কলা চাষে লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকরা দিন দিন কলা আবাদে ঝুঁকছে। অন্যান্য ফসলের তুলনায় কলা আবাদে সময় বেশি লাগলেও লাভজনক ফসল। আশা করা হচ্ছে প্রতি বছরেই কলা চাষ বাড়বে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী।