গ্রাম বাংলা ডেস্ক: জয় সুনিশ্চিত বুঝলেই সরকার মধ্যবর্তী নির্বাচন দেবে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। কারণ মধ্যবর্তী নির্বাচন তখনই দেওয়া হয়, যখন এর প্রয়োজন অনুভূত হয়। বর্তমানে এমন কোনো ইস্যু বিএনপি সৃষ্টি করতে পারেনি যার জন্য সরকার নির্বাচন দিতে বাধ্য। তবে সরকার মধ্যবর্তী নির্বাচন দিতে পারে যদি তারা নির্বাচনে জয় নিশ্চিত করতে পারে।
গতকাল শনিবার রাতে রংপুরের বাসভবন পল্লী নিবাসে দৈনিক আমাদের সময়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে ব্যর্থ। লতিফ সিদ্দিকী ইস্যুতে তারা কোনো কর্মসূচিই দিতে পারেনি। সরকার বাধ্য না হলে কি এমনি এমনি আগাম নির্বাচন দেবে? আন্দোলন-সংগ্রাম না হলে সরকার কখনোই মধ্যবর্তী নির্বাচন দেবে না। বিএনপি এখন বেকায়দায়। তাদের আন্দোলন দমাতে নেতাকর্মীদের বিরুদ্ধে নানা মামলা হয়েছে। মামলার ভয়ে তারা দিশেহারা। তাহলে আওয়ামী লীগ কি নিজে থেকে নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে?
সাংবাদিকদের সমালোচনা করে এরশাদ বলেন, এখন সাংবাদিকরা রুলস না মেনেই সাংবাদিকতা করছেন। এভাবে সাংবাদিকতা হয় না।