পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে আজ শনিবার ভোরে আবারও গুলি বিনিময় হয়েছে। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়েছে, ভিমবার সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় এ গুলি বিনিময় হয়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৪টায় ভারত কোনো উস্কানি ছাড়া গুলি চালায়। এর উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। ভিমবার সেক্টরে এ গুলি বিনিময় অব্যাহত থাকে স্থানীয় সময় সকাল ৮ টা পর্যন্ত। তবে কোনো পক্ষে কেউ হতাহত হয়েছে কিনা তা বলা হয় নি ওই বিবৃতিতে। এ বিষয়ে ভারতের বক্তব্য পাওয়া যায় নি। ওদিকে পাকিস্তান প্রতিশোধমুলক হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ভারতের রাজধানী নয়া দিল্লি সহ ৫টি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ গুলো হলো নয়া দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মির, মহারাষ্ট্র ও গুজরাট। ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, আমরা অনুধাবন করতে পারি যে, পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে যোগাযোগ চলছে। আমরা বিশ্বাস করি, অব্যাহত এই যোগাযোগ তাদের মধ্যকার উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবেই আমরা এ উত্তেজনা আরও বৃদ্ধি পাক এমনটা দেখতে চাই না। এই যোগাযোগ বা আলোচনা ভেঙে যাক এমনটাও সুনিশ্চিতভাবে আমরা দেখতে চাই না।ওদিকে নিয়ন্ত্রণ রেখায় সন্ত্রাসীদের ‘লঞ্চিং প্যাড’ লক্ষ্য করে ভারতের চালানো ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ প্রথমবারের মতো জম্মু ও কাশ্মির সফরে যাওয়ার কথা ভারতীয় সেনাপ্রধান জেনারেল দলবীর সিংয়ের। তিনি সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ শনিবার জম্মু ও কাশ্মির সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড পরিদর্শন করবেন। আজ সকালেই উদ্ধমপুরে নর্দার্ন কমান্ডের সদর দপ্তরে তার পৌঁছার কথা রয়েছে।