শ্রীপুরে মিথ্যা অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

Slider বিনোদন ও মিডিয়া

16658_gazipur

রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। শ্রীপুর পৌরসভার কর্মচারী সবুজ মিয়া বাদী হয়ে গাজীপুর আদালতে গত ২৭ সেপ্টেম্বর দুইজনকে আসামী করে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে মামলাটি দায়ের করেন।

ওই দুই সংবাদকর্মী হলেন, দৈনিক ভোরের কাগজের শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দ ও দৈনিক মানবকন্ঠের শ্রীপুর প্রতিনিধি ফয়সাল আহমেদ।

জানা গেছে, গাজীপুরের শ্রীপুর পৌরসভার নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে গত ২২ সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজে একটি সংবাদ প্রকাশ হয়। ওই দিনই শ্রীপুর পৌরসভা কার্যালয়ে মাস্টার রোলের কর্মচারী সবুজ মিয়া মুঠোফোনে এনামূল হক আকন্দকে একাধিকবার মারপিটসহ মিথ্যা মামলার হুমকী দেয়। যার প্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর ওই সংবাদকর্মী শ্রীপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন। সংবাদে পৌরসভার কর্মচারী ও পৌরসভার দালাল হিসাবে পরিচিত সবুজ মিয়ার নানা ধরনের দূর্নীতির চিত্র তোলে ধরা হয়েছে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে গত ২৭ সেপ্টেম্বর ওই দুই সংবাদকর্মীর বিরুদ্ধে গাজীপুর আদালতে মিথ্যা চাঁদাবাজীর মামলা দায়ের করে।

দুই সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন শ্রীপুরের সাংবাদিকদের কয়েকটি সংগঠন।

সংবাদকর্মী এনামুল হক বলেন, শ্রীপুর পৌরসভায় কোন চাকুরি না করেও নিজেকে কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে নানা অনিয়ম করে আসছে সবুজ মিয়া। এসব চিত্র সংবাদে তোলে ধরায় তাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এব্যাপারে কথা বলতে মামলার বাদি সবুজ মিয়া বলেন, তারা যখন বিজ্ঞাপন চায়, তখনই তাদের বিজ্ঞাপন দেয়া হয়। তারপও তারা তাকে (সবুজকে) নিয়ে লেখালেখি করে সম্মান নষ্ট করছে। তাই তিনি ওই মামলা দায়ের করেছেন।

শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *