রংপুরে রাঙ্গাপন্থীদের কাছে ধরাশায়ী এরশাদপন্থীরা

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা

75725_JP-logo
গ্রাম বাংলা ডেস্ক: রংপুরে ফুল দিতে গিয়ে এরশাদের সামনেই রাঙ্গাপন্থীদের হামলায় ধরাশায়ী হলেন এরশাদ পন্থীরা। আজ শুক্রবার সকাল ১০টা ৫৬মিনিটে রংপুর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৫৬মিনিটে হেলিকাপ্টারযোগে স্টেডিয়ামে অবতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ। এসময় তাকে ফুল দেয়াকে কেন্দ্র করে রাঙ্গাপন্থীরা এরশাদের সামনেই এরশাদপন্থীদের উপর হামলা করে। এতে এরশাদপন্থীদের ১০জন আহত হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করে।

পরে স্টেডিয়ামের প্রধান ফটকে এরশাদ সাংবাদিকদের বলেন, আমার ঘোষিত অনুমোদিত কমিটির মাধ্যমেই রংপুরে জাতীয় পার্টি এগিয়ে যাবে এবং তাদের মাধ্যমেই আমি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো।

তিনি আরো বলেন লতিফ সিদ্দিকী মুরতাদ। তার বিচার বাংলার মাটিতে হতেই হবে। প্রধানমন্ত্রী তাকে দল ও মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিয়ে ভালো কাজ করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই।

এরপর তিনি পল্লীনিবাসের দিকে রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *