ঢাকা: বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থের মধ্যে উদ্ধারকৃত দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।
ফিলিপাইনের আঞ্চলিক একটি বিচারিক আদালত এ নির্দেশ দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিপাইনের বিচার মন্ত্রণালয়েরর শীর্ষ স্টেট কাউন্সেল রিকার্ডো পরস তৃতীয় জানিয়েছেন, আদালত ঘোষণা দিয়েছে যে যে ওই অর্থের আইনসম্মত মালিক বাংলাদেশ। তিনি রয়টার্সের এক সাংবাদিকদে আদালতের রায় পড়ে শোনান।
উল্লেখ্য, অজ্ঞাত হ্যাকাররা ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাক বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১০০ কোটি ডলার চুরি করার চেষ্টা করে। হ্যাকাররা শেষমেষ ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের জুপিটার শাখার চারটি অ্যাকাউন্টের মাধ্যমে হাতিয়ে নিতে সক্ষম হয়। মে মাসে শেষ হওয়া ফিলিপাইনের এক সিনেট শুনানিতে ক্যাসিনোর একজন জাঙ্কেট অপারেটর দাবি করে যে চুরি যাওয়া অর্থের ৩ কোটি ৫০ লাখ ডলার সে পেয়েছে। তবে ওই অর্থের মধ্যে সে দেড় কোটি ডলার ফের দেয়। বাকি অর্থ কি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
দেড় কোটি ডলার ফেরত পাওয়ার জন্য ওই অর্থ দাবি করে বাংলাদেশকে একটি পিটিশন দাখিল করতে হয়েছিল। এবারে আদালত ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক, বিএসপিতে রক্ষিত দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দিলো। বাংলাদেশ এখন চেষ্টা করছে ফিলিপাইনের ক্যাসিনো নিয়ন্ত্রকের কাছে জব্দ থাকা আরও ২৭ লাখ ডলার উদ্ধারের।
উল্লেখ্য, অজ্ঞাত হ্যাকাররা ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাক বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১০০ কোটি ডলার চুরি করার চেষ্টা করে। হ্যাকাররা শেষমেষ ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের জুপিটার শাখার চারটি অ্যাকাউন্টের মাধ্যমে হাতিয়ে নিতে সক্ষম হয়। মে মাসে শেষ হওয়া ফিলিপাইনের এক সিনেট শুনানিতে ক্যাসিনোর একজন জাঙ্কেট অপারেটর দাবি করে যে চুরি যাওয়া অর্থের ৩ কোটি ৫০ লাখ ডলার সে পেয়েছে। তবে ওই অর্থের মধ্যে সে দেড় কোটি ডলার ফের দেয়। বাকি অর্থ কি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
দেড় কোটি ডলার ফেরত পাওয়ার জন্য ওই অর্থ দাবি করে বাংলাদেশকে একটি পিটিশন দাখিল করতে হয়েছিল। এবারে আদালত ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক, বিএসপিতে রক্ষিত দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দিলো। বাংলাদেশ এখন চেষ্টা করছে ফিলিপাইনের ক্যাসিনো নিয়ন্ত্রকের কাছে জব্দ থাকা আরও ২৭ লাখ ডলার উদ্ধারের।