রাতুল মন্ডল, ভালুকা (ময়মনসিংহ) থেকে ফিরে : ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে মতিন ভিলায় ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে বাড়ির ৯টি রুম পুড়ে বসিভূত হয়েছে।
ওই বড়ির মালিক আব্দুল মতিন জানান,দুপুর আনুমানিক ১২টার দিকে বর্জ্রপাতে গ্যাসের লাইজার বিষ্ফরণ হয়ে আগুনের সুত্রপাত হয়। এতে আমার বাড়ির ৯টি রুম নিমিশেই পুড়ে ছাই হয়ে যায়।
ওই বাসার ভারাটিয়া লোকামান হোসেন জানান, আমার ঘরের সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। একই দাবি, আব্দুর রহমান,হাজেরা খাতুন, সোহেল মিয়া, সোলাইমান হক, শহিদুল ইসলামসহ ওই বাসার ৯টি রুমের বাড়াটিয়ার। বাড়াটিয়ারা সকলেই পোশাক কারখানার শ্রমিক।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহিদ হাসান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বর্জ্রপাতে গ্যাসের লাইজার বিষ্ফরণ হয়ে আগুন সুত্রপাত হতে পারে। এত করে বাড়ির ৯টি রুম পুড়ে গেছে,কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে সব মিলিয়ে আনুমানিক ৮-১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।