গ্রাম বাংলা ডেস্ক: গত ঈদের চেয়ে আসছে ঈদে বেশি নাটকে অভিনয় করতে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে। আসছে ঈদ উপলক্ষে প্রভা বেশ কিছু ভালো ভালো নাটকে কাজ করেছেন। প্রভা নিজে থেকে যে নাটকটির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন সেটি হচ্ছে আনিসুল হকের লেখা গল্প নিয়ে নির্মিত নাটক ‘শুধু একদিন ভালোবাসা’।
নাটকটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক। এতে প্রভা অভিনয় করেছেন দিঠি চরিত্রে। তার সহশিল্পী হিসেবে এতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও বিজরী বরকতউল্লাহ। প্রভা বলেন, ‘আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অর্থাৎ ২০০৮ সালে আমি আনিসুল হকের লেখা ‘দৈনিক তোলপাড়’ নাটকে অভিনয় করেছিলাম। এরপর যতদূর মনে পড়ে তার রচনায় আমার কাজ করা হয়ে উঠেনি। প্রায় ছয় ছর পর তার রচনায় কোন নাটকে কাজ করেছি। অলিক ভাই অনেক যতœ নিয়ে নাটকটি নির্মাণ করেছেন আশা করি দর্শকের ভালো লাগবে।’ ‘শুধু একদিন ভালোবাসা’ নাটকটি আসছে ঈদে এটিএন বাংলায় ঈদের চতুর্থ দিন বিকেল ৩.০৫ মিনিটে প্রচার হবে। আসছে ঈদে মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে প্রভাকে শামীম জামানের নির্দেশনায় জাকির হোসেন উজ্জ্বলের নির্দেশনায় ‘বোকা খোকা’ নাটকে। নাটকটি আরটিভিতে প্রচার হবে। আলভী আহমেদের ‘দিকশূন্য পুর’ নাটকে প্রভা দর্শকের সামনে আসবেন একেবারেই ভিন্ন একটি চরিত্র নিয়ে। এটি প্রচার হবে ঈদে চ্যানেল নাইনে।
এছাড়া অরন্য আনোয়ার, গোলাম সোহরাব দোদুল, রুবায়েত হোসাইন, শাহরিয়ার নাজিম জয়, কায়সার আহমেদের ঈদ বিশেষ নাটকে প্রভাকে দেখা যাবে। বুধবার কক্সবাজার প্রভা ঢাকায় ফিরেছেন মাহমুদ দিদারের নির্দেশনায় ‘রিফিউজি’ নাটকের শুটিং শেষ করে। এ নাটকে প্রভা ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন। প্রভা বলেন, ‘সবার সহযোগিতায় এখন বেশ ভালো নাটকে কাজ করার সুযোগ পাচ্ছি। দর্শকের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে তারা আমার অভিনীত নাটকগুলো দেখে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন। আমি আরো ভালো ভালো নাটকে কাজ করতে চাই।’
এদিকে প্রভা ভালো গল্প এবং গুণী পরিচালকের নির্দেশনায় কাজ করার সুযোগ পেলে তিনি চলচ্চিত্রেও কাজ করতে চান।