শারমিন সরকার
ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস : ঈদের ছুটি ও বেতনের দাবীতে শ্রীপুর ও কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে প্যারাডাইস স্পিনিং মিলের বিক্ষোব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধের খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ,ইন্ডাষ্টিয়াল পুলিশ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
শ্রমিকরা জানায়, তারা ঈদে ৬ দিন ছুটি ও বকেয়া সহ সেপ্টেম্বর মাসের বেতন প্রদানের দাবী করে আসছিল। মঙ্গলবার সকালে প্যারাডাইস স্প্রিনিং মিল কর্তৃপক্ষ ঈদে ৪ দিনের ছুটি ও সেপ্টেম্বর মাসের ১৫ দিনের বেতন প্রদানের ঘোষনা দিলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার দুপুরে পুরো মাসের বেতন ও ঈদে ৬ দিনের ছুটি দাবীতে মিলের প্রধান ফটকে হামলা চালায় ও সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ২ ঘন্টা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিকেল সারে ৫ টায় মিল কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী মেনে নিলে শ্রদিকরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।
এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হেসং বিডি লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার সাড়ে ৪ সহ¯্রাধিক শ্রমিক পবিত্র ঈদুল আজহার ছুটি ও কারখানার এক কর্মকর্তাকে অপসারণের দাবীতে সারাদিন কর্ম বিরতি পালন করে ও বিক্ষোভ করে। কর্তৃপক্ষ কারখানায় ঈদের ছুটি ২ দিন বৃদ্ধি করে নোটিশ টানিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শিল্প পুলিশ সুত্রে জানা গেছে, কারখানার কর্তৃপক্ষ পবিত্র ঈদুল আজহার ৭ দিনের ছুটি ঘোষনা করে। শ্রমিকদের বিষয়টি ছড়িয়ে পড়লে ওই কর্মবিরতি করলে কারখানা ছুটি দিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
শ্রমিকেরা জানায়, মঙ্গলবার সকালে কাজে যোগদানের পর ঈদের ছুটি ১০ দিন এবং কারখানার জিএম(প্রোডাকশন) মোঃ মাহি আলমকে অপসারণ দাবীতে কর্মবিরতি ঘোষনা করা হয়। তারা কারখানার মুল ভবন থেকে বেরিয়ে পড়ে বিক্ষোভ করতে থাকে। সকাল ১০টার দিকে শিল্প-পুলিশ উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে ৯ দিনের ছুটি মঞ্জুর করে। যা আগামী ৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে। বিকেলে কারখানার মুল গেইটে নোটিশ টানিয়ে শিল্প-পুলিশের সহায়তায় শ্রমিকদের কারখানা থেকে বের করে কর্তৃপক্ষ একদিনের জন্য ছুটি ঘোষনার করলে ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
শিল্প-পুলিশ গাজীপুর-১ এর ওসি মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদের ছুটি ২ দিন বৃদ্ধি করা হয়েছে। তবে জিএমকে অপসারণের বিষয়টি শ্রমিকদের অযৌক্তিক দাবী।