ভান্ডারিয়ায় শিক্ষার্থী শিশুদের মাঝে কেজেআরসির ঈদবস্ত্র বিতরণ

Slider গ্রাম বাংলা

14248817_534878286695523_1258026422_n

 

জহির উদ্দিন বাবর , রাজাপুর ঝালকাঠি; পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় প্রাথমিক স্তরের পাঁচ শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক বিতরন করেছে বিদেশী সাহায্য সংস্থা কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি-কেজেআরসি বাংলাদেশ ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক সাহায্য সংস্থা মোহাম্মদ বিন রাশেদ আল-মাকতুম হিউম্যানিটারিয়ান এ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ অঞ্চলের ৬ থেকে ১০ বছর বয়সী ছেলে মেয়েদের মাঝে এসব পোষাক বিতরণ করা হয়। বুধবার ভান্ডারিয়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল গণি শিশুদের মাঝে পোষাক তুলে দেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসার শহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানার পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বিআরডিপি অফিসার নরউত্তম বৈরাগী, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, ইউছুব আলী ও চলন্তিকা মহিলা সমিতির সভানেত্রী রোকেয়া বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *