ঢাকা: প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাই কোর্ট। বুধবার ১৮২ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদ- বহাল রাখা হয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদ- পাওয়া ১১ আসামিকে খালাস দেয়া হয়েছে। খালাসের এই রায় স্থগিত করতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গিয়ে প্রাথমিকভাবে কাঙ্খিত আদেশ পেলেও নিয়মিত বেঞ্চে গিয়ে তা শেষ পর্যন্ত টেকেনি।
তিন ফাঁসির আসামি- নরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু ও শহীদুল ইসলাম শিপু। রায়ে সাতজনের সাজা কমিয়ে দেওয়া হয় যাবজ্জীবন কারাদ-। নিম্ন আদালতে যাবজ্জীবন পাওয়া ছয় আসামির মধ্যে একজনের ক্ষেত্রে সেই দ-ই বহাল থাকে। যাবজ্জীবনের পলাতক এক আসামি আপিল না করায় তার ক্ষেত্রেও বহাল থাকে একই সাজা। নিম্ন আদালতে মৃত্যুদ-ে দ-িতদের মধ্যে সাত আসামি হাই কোর্টে খালাস পান। এদের মধ্যে তিনজন পলাতক ও চারজন কারাগারে রয়েছেন। পলাতক তিনজন হলেন- ফয়সাল, রনি মিয়া ও খোকন। কারাগারে আছেন আমির, জাহাঙ্গীর, লোকমান ও দুলাল।