ঢাকা: প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে ‘ব্যক্তিগত আক্রমণ’ করায় দুঃখ প্রকাশ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো ডুটেরটে। এ বিষয়ে লাওসের ভিয়েনতিয়েনে আসিয়ান সম্মেলনে ফিলিপাইন সরকারের দেয়া একটি বিবৃতি পড়ে শোনান প্রেসিডেন্টের মুখপাত্র আর্নেস্টো আবেলা। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে প্রেসিডেন্ট রড্রিগো ডুটেরটে যে মন্তব্য করেছেন তার জন্য দুঃখিত তিনি। ওই আক্রমণ আসলে ব্যক্তিগত পর্যায়ের। এর ফলে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। লাওসে মঙ্গলবার বিবৃতিতে বলা হয়, মিডিয়ায় রিপোর্ট প্রকাশ হয়েছিল যে, বিচার বহির্ভুত হত্যাকা- নিয়ে প্রেসিডেন্ট ডুটেরটেকে ‘লেকচার’ শোনাতে পারেন ওবামা। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি কড়া মন্তব্য করতে গিয়ে ওই কথা বলে ফেলেছেন। তার ওই মন্তব্যকে কেন্দ্র করে দেখা দিয়েছে উদ্বেগ। উল্লেখ্য, সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো মার্কিন প্রেসিডেন্টকে ‘সান অব এ বিচ’ বলে গালি দেন। এতে ডুটেরটের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেন ওবামা। এ নিয়ে সৃষ্টি হয়েছে কূটনৈতিক উত্তেজনা।