সিরিয়ার ভিতরে অভিযানে তুরস্কের ট্যাংক

Slider টপ নিউজ

30242_Turkey-1

 

আন্তর্জাতিক ডেস্ক:  সিরিয়ার ভিতরে প্রবেশ করেছে তুরস্কের ট্যাংক। সিরিয়ার বিদ্রোহী মিত্রদের সহায়তায় তারা উত্তর সিরিয়ায় আক্রমণ তীব্র করেছে।
শনিবার তুরস্কের ট্যাংক কিলিস প্রদেশ থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভিতরে প্রবেশ করে। এরপর পশ্চিমাঞ্চলে বিভিন্ন গ্রামে হামলা করে। এসব গ্রাম আইএসের নিয়ন্ত্রণে বলে ধারণা করা হয। বিদ্রোহীদের সমর্থন নিয়ে তুরস্ক আইএসকে হঠিয়ে দেয়ার চেষ্টা করছে বলে খবরে বলা হচ্ছে। গত সপ্তাহে বিদ্রোহীরা তুরস্কের সমর্থনে জারাব্লুস শহর তাদের নিয়ন্ত্রণে নেয়। তুরস্কের এ অভিযানের নাম দেয়া হয়েছে ইউফ্রেটিস শিল্ড। সিরিয়ায় ৫ বছর ধরে গৃহযুদ্ধ চললেও এর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এটিই তুরস্কের পূর্ণদমে অভিযান। শনিবার তাদের ট্যাংক সীমান্ত অতিক্রম করে প্রবেশ করে আল রাই শহরে। এ শহরটি জারাব্লুস থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে। তুরস্ক সীমান্তের কাছে ৯০ কিলোমিটার করিডোরের অংশ এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *