গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক অনুষ্ঠানে বলেছেন, তিনি জেনেশুনে সংবিধান লঙ্ঘন করতে পারেন না, করেননি। তবে রায়ের পুরো কাগজ হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি এ বিষয়ে কথা বলবেন। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার উচ্চ আদালতে সংখ্যাগরিষ্ঠ মতের এক রায়ে বলা হয়েছে, ‘তাঁরা (দুই মন্ত্রী) আইন লঙ্ঘন করেছেন এবং সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানে তাঁদের শপথ ভঙ্গ করেছেন।’
এ বিষয়ে আ ক ম মোজাম্মেল হক আলোচনা সভায় বলেন, ‘সংবিধান লঙ্ঘনের ব্যাপারে মহামান্য আদালত যে কথা বলেছেন, আমি জেনেশুনে সংবিধান লঙ্ঘন করতে পারি না, করি নাই। কারণ এই সংবিধান মুক্তিযোদ্ধাদের রক্তের আখরে লেখা। বঙ্গবন্ধু নিজেই সংবিধান রচনা করে গেছেন। সংবিধান কীভাবে লঙ্ঘন করেছি—রায়ের পুরো কাগজ পাওয়ার পরে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আমি আমার কথা বলব। আজকে এই ব্যাপারে কথা বলতে চাই না।’ তিনি বলেন, ‘তবে এইটুকু বলতে চাই, হ্যাঁ সংবিধান লঙ্ঘন করেছি, পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করেছি। শুধু লঙ্ঘন করিনি, সেটা লাথি মেরে বঙ্গোপসাগরে নয়, সিন্ধু নদের ওপারে বঙ্গবন্ধুর নির্দেশে ফেলে দিয়েছি।’