উজবেকিস্তানের প্রেসিডেন্ট কারিমভ আর নেই

Slider সারাবিশ্ব

30095_Karimov

 

উজবেকিস্তানের প্রথম এবং একমাত্র প্রেসিডেন্ট ইসমাইল কারিমভ (৭৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সৃষ্টি হয় উজবেকিস্তান। তারপর নব সৃষ্ট দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন কারিমভ। এরপর একটানা ২৫ বছর দেশটি শাসন করছিলেন তিনি। তার মৃত্যুতে দেশটির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ খবর দিয়ে অনলাইন সিএনএন বলেছে শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা উজা। সেই ঘোষণা অনুযায়ী, তিনি শুক্রবার মারা গেছেন। তবে তার মেয়ে লোলা কারিমভ-তিল্লায়েভা তার ফেসবুকে লিখেছেন, তার পিতা স্ট্রোকে আক্রান্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্য তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের একাউন্টে একটি কালো বর্গ পোষ্ট করেছেন। তাতে লিখেছেন, তিনি আর নেই। উল্লেখ্য, আজ শনিবার ইসমাইল কারিমভের দাফন হওয়ার কথা। তার মৃত্যুতে শুক্রবারই সরকারি ওয়েবসাইটে শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এতে তিনি বলেছেন, কারিমভের নির্দেশনায় উজবেক্স্তিান একটি শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করেছে। মধ্য এশিয়ার নিরাপত্তা জোরদার ও স্থিতিশীলতার জন্য তার জোরালো অবদান আছে। তিনি এ অঞ্চলে উন্নয়ন প্রকাল্পে বহু সহযোগিতা করেছেন। নিউ ইউরেশিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আন্দ্রে কোরটুনভ বলেছেন, ইসমাইল কারিমভের মৃত্যুর মধ্য দিয়ে সম্পদশালী এই দেশটির ভবিষ্যত এখন প্রশ্নের মুখে পড়ে গেল। এখন এ দেশে কোন মাস্টার প্লান নেই। তার কোন উত্তরসূরি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *