জহির উদ্দিন বাবর, রাজাপুর, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বেফাকুল মাদারিসিল আবারিয়া (বাংলাদেশ কওমি মাদরাসা) শিক্ষা বোর্ডের আহবানে কারীমপুর জামিয়া কুরআনিয়া আবারিয়া কওমী মাদ্রাসার আয়োজনে জঙ্গী বিরোধে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে কাঠাখালি বাজারের ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কে অর্ধঘণ্টাব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধনে মাদ্রাসার সহকারি পরিচালক মাও. হেদায়েতুল্লাহ ফয়েজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফসি নুমান আজমী, মুফতি ইব্রাহিম ও অহিদুজ্জামান প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, কওমী মাদ্রাসায় শিক্ষা গ্রহন করলে জঙ্গীবাদ, সন্ত্রাস ও উগ্রবাদ থাকবে না। সর্বজনিনভাবে কুরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা চালু করলে দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস ও উগ্রবাদ নির্মূল করা সম্ভ